• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১২

ভৈরবে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪। শনিবার (১৮ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার লুকরা ইউপির আশেরা ফান্ডাইল এলাকার মো. রিপন মিয়া (৩২) পিতা-শিশু মিয়া, মো. রুপন মিয়া (৩৯) পিতা-মৃত গুলজার মিয়া, মো. রুবেল মিয়া (২৫) পিতা-ফারুক মিয়া, ফালান মিয়া (২৪) পিতা-সাজ্জাদ নুর মিয়া।
   
র‍্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টায় তাদের একটি বিশেষ টিম ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক করা হয়। এ সময় তাদের একটি প্রাইভেটকার তাল্লাশি ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট সমাচার
সিলেট সমাচার