• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৪

প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর দিয়ে তরমুজ গেল মালয়েশিয়ায়

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় এক কনটেইনার তরমুজ রফতানি হয়েছে। শুক্রবার শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে ১৩ হাজার কেজি তরমুজের চালানটি রফতানি করেছে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আব্দুল কাইয়ুম জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বিবেচনা করে তরমুজ রফতানির উদ্যোগ নেয়া হয়। বগুড়ার শিবগঞ্জের চাষিদের কাছ থেকে এসব তরমুজ সংগ্রহ করা হয়। প্রথমবার রফতানি করা এ চালান থেকে প্রায় চার হাজার ডলার আয় করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের সংগনিরোধ রোগতত্ত্ববিদ সৈয়দ মুনিরুল হক জানান, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বন্দর হয়ে তরমুজ রফতানি প্রথম চালান মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে। এর আগে কখনো তরমুজ রফতানি হয়নি। এর মাধ্যমে দেশের তরমুজ রফতানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার