দেশ ছাড়িয়ে বাইরে চাটগাঁর ‘বেলা বিস্কুট’
সিলেট সমাচার
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুখরোচক খাবারগুলোর মধ্যে একটি হলো ‘বেলা বিস্কুট’। সকালে ঘুম থেকে উঠে চায়ের সঙ্গে বেলা বিস্কুট না হলে যেন চলেই না চাটগাঁবাসীর। আবার বিকেলের আড্ডায়ও সঙ্গী বেলা বিস্কুট। চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ও উপমহাদেশের প্রথম এ বিস্কুটের খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছেছে বিশ্বেও।
চাটগাঁর ঐতিহ্যবাহী বেলা বিস্কুট রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়া অনেক প্রবাসী দেশ থেকে ফিরে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান এ বিস্কুট।
ব্রিটিশ আমলেও তৎকালীন চট্টগ্রাম পৌরসভার মানুষের প্রিয় খাবার ছিল বেলা বিস্কুট। গরম গরম চায়ে বেলা বিস্কুট ডুবিয়ে সকাল-বিকেল নাস্তা সেরে নিতেন তখনকার পৌরসভার মানুষেরা। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গ্রামে-গঞ্জে।
বাংলা একাডেমির সহ-পরিচালক আহমদ মমতাজের মতে, মুঘল ও পর্তুগিজদের খাদ্যাভ্যাসে ছিল রুটি, পাউরুটি, বিস্কুটসহ নানা বেকারি পণ্য। তাদের এ খাদ্যাভ্যাসের ফলে চট্টগ্রাম অঞ্চলে বেকারিশিল্পের যাত্রা শুরু হয় প্রায় আড়াইশ’ বছর আগে।
শুরুর দিকে বেকারিতে রুটি তৈরি হলেও পরবর্তীতে তৈরি হতো পাউরুটি, কেক, বেলা বিস্কুট। তখন থেকেই বেকারি পণ্যে অভ্যস্ত হতে থাকে চট্টগ্রামের মানুষ।
চট্টগ্রামের চন্দনপুরা কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বেলা বিস্কুটের দোকান ‘গণি বেকারি’। গবেষকরা ধারণা করেন, এখন থেকে দুইশ’ বছর আগে উপমহাদেশে এ বেকারিতেই প্রথম তৈরি হয়েছিল বেলা বিস্কুট। সেই থেকে এ বিস্কুটের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে গণি বেকারির নাম।
গণি বেকারিতে সর্বপ্রথম কখন বেলা বিস্কুট তৈরি হয় তার সঠিক তথ্য জানা যায়নি। তবে মুঘল আমলের শেষ ও ইংরেজ আমলের শুরুর দিকে ভারতের বর্ধমান থেকে আসা ব্যক্তিরা চট্টগ্রাম অঞ্চলে বেকারিশিল্পের সূচনা করেন বলে জানা গেছে।
কারো কারো মতে, পর্তুগিজদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে সর্বপ্রথম এ বিস্কুটের প্রচলন ঘটান গণি বেকারির মালিক অব্দুল গণি সওদাগর। মূলত তার নাম অনুসারেই বেকারিটির নামকরণ হয়। আর এ বেকারির খ্যাতির কারণে জায়গাটির নাম এখন গণি বেকারির মোড়।
বিভিন্ন গবেষকদের লেখায় জানা গেছে, আবদুল গণি সওদাগরের পূর্বপুরুষ ছিলেন লাল খাঁ সুবেদার ও তার ছেলে কানু খাঁ। তাদের হাত ধরেই এ অঞ্চলে বেকারি পণ্যের সূচনা হয়।
জানা যায়, পূর্বপুরুষের হাত ধরে ১৮৭৮ সালে বেকারিশিল্পে যুক্ত হয়েছিলেন অব্দুল গণি সওদাগর। ১৯৭৩ সালে তিনি মারা গেলে বেকারির হাল ধরেন তার ভাইয়ের ছেলে দানু মিঞা সওদাগর। ১৯৮৭ সালে তিনিও মারা গেলে হাল ধরেন তার ছেলে জামাল উদ্দিন। জামাল উদ্দিনের মৃত্যুর পর বর্তমানে রয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ এহতেশাম।
আবদুল্লাহ মোহাম্মদ এহতেশাম জানান, একতলা এ বেকারি ভবনটি তৈরি হয় ১৯১০ সালে। এরপর থেকে বারবার সংস্কার করা হলেও টিকিয়ে রাখা হয়েছে তিনস্তর বিশিষ্ট ছাদের মূল অবকাঠামো।
বংশপরম্পরায় ধরে রাখা এ ব্যবসার প্রসঙ্গে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ এহতেশাম বলেন, বেলা বিস্কুট আমাদের ঐতিহ্য। সঙ্গে অন্যান্য আরো পণ্য রাখা হলেও মূলত বেলা বিস্কুটকে প্রাধান্য দিয়ে আমরা ব্যবসা করছি। সেই পুরোনো ঐতিহ্য ধরে রাখতে এখনো মাটির তন্দুর রেখে দিয়েছি। আগের রীতিতেই এখনো বেলা বিস্কুট তৈরি হচ্ছে। দামও রেখেছি হাতের নাগালে।
দেখা গেছে, অন্তত ৩০ ধরনের পণ্য এ বেকারিতে তৈরি হলেও বেশিরভাগ ক্রেতা আসেন বেলা বিস্কুট কিনতে। শো-রুমের সঙ্গেই বিস্কুট তৈরির কারখানা। কারখানায় রয়েছে দুইটি মাটির তৈরি তন্দুর। তন্দুরে বানালেই ঠিক থাকে এ বিস্কুটের আসল স্বাদ ও গুণগত মান। দুটি তন্দুরে দৈনিক ছয় থেকে আট হাজার পিস বেলা বিস্কুট তৈরি হয় বলে জানিয়েছেন কারিগররা।
প্রথমে ময়দা, ডালডা, গুঁড়ো দুধ, চিনি, লবণ ও তেল মিশিয়ে তৈরি করা হয় খামি। সঙ্গে দেওয়া হয় বিশেষ ধরনের মাওয়া। এরপর মাটির তন্দুরে একদিন রাখার পর প্রথম দফায় দেড় থেকে দুই ঘণ্টা সেঁকা হয়। দ্বিতীয় দফা সেঁকা শেষে তৈরি হয় বেলা বিস্কুট। এটি গোলাকার, আকারে বড় এবং সাধারণ বিস্কুটের চেয়ে তুলনামূলক শক্ত।
শুরু গণি বেকারির হাত ধরে হলেও বর্তমানে প্রায় সব বেকারিতেই তৈরি হয় বেলা বিস্কুট। বংশপরম্পরায় এখনকার ক্রেতাদের মাঝেও রয়ে গেছে এ বিস্কুটের চাহিদা। দীর্ঘ দুইশ’ বছরেও ভাটা পড়েনি এটির জনপ্রিয়তায়।

- একটাকা বেশি রাখায় সিলেটে ১ হাজার টাকা জরিমানা
- নিত্যপণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে: পরিকল্পনামন্ত্রী
- সিলেটের মসজিদে মসজিদে তারাবির নামাজে মুসল্লির ঢল
- দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের
- ‘ব্যাটারদের কষ্ট হবে, তাই উদযাপন করি না’
- ১০ কেজি গাঁজাসহ আটক তরিকুল কারাগারে
- ফেনীতে ঘরে ঘরে ইফতার পৌঁছে দিল ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থা
- একদিনেই বেড়ে গেল সোনার দাম
- গরুচোর চক্রের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ
- স্বপ্নকে পুঁজি করে যেভাবে লিমনকে ফাঁদে ফেলে আরাভ খান
- ঘরে মিলল স্ত্রী-সন্তানের মরদেহ, গাছে ঝুলে ছিলেন স্বামী
- চট্টগ্রাম ও উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ হাজার কোটি ডলার
- বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি
- স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রচারে ডিসিদের চিঠি
- ১১ হাজার টাকা কমেছে হজের খরচ, বেড়েছে নিবন্ধনের সময়
- কূটনীতিকপাড়ায় ভোটের আলাপ জোরালো হচ্ছে
- জুনে স্পট মার্কেট থেকে কেনা হবে সর্বোচ্চ এলএনজি
- পাইপলাইনে ডিজেল ও আদানির বিদ্যুৎ আমদানি
- থার্ড টার্মিনালে বিশ্বমানের শাহজালাল
- ঠিকানা ছাড়া থাকবে না কেউ
- টক দেখলেই জিভে জল আসে কেন?
- বুদ্ধিমান পুরুষের খোঁজ করছেন এই তরুণী
- সাকিবের দুবাই কাণ্ড, যা বললেন পাপন
- মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমবে: ডিএনসিআরপি’র ডিজি
- আইরিশদের তুলোধুনো করে ১০ উইকেটে জিতল বাংলাদেশ
- হবিগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’
- এবার সিলেটের এবাদত ও তাসকিনের জোড়া আঘাত
- ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
- রমজান উপলক্ষে সিলেট পুলিশ কমিশনারের দিকনির্দেশনা
- প্যারাসিটামল খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?
- বিশ্বনাথে ‘আপন ঠিকানা’ পেল ৯ প্রতিবন্ধি পরিবার
- সাকিবের অভাব পূরণ করতে চান মিরাজ
- এই পাঁচ লক্ষণই প্রমাণ দেয় স্ত্রী আপনাকে কত ভালোবাসে
- বিশ্বনাথে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ
- ১ মিনিটে সবচেয়ে বেশি মুরগির পা খেয়ে রেকর্ড!
- যে কারণে গ্রেফতার হলেন মাহিয়া মাহি
- লালাবাজারে পিকআপের ধাক্কায় আহতদের একজনের মৃত্যু
- স্ত্রীর গলা কেটে শবে বরাতের নামাজ আদায় করেন সিরাজুল
- ১০ বছরে ৯ সন্তানের জননী মার্কিন নারী
- প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক !
- ছাগলের গর্ভে মহিষের বাচ্চা!
- সিলেটে একদিনে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু
- নীল ছবির জগতে উপার্জন কীভাবে? কত টাকা আয় হয়
- বারো বছরে কারিগরি শিক্ষা ১৭ শতাংশ উন্নীত হয়েছে: শিক্ষামন্ত্রী
- ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা
- দুবাইয়ে নিহত জসিমের পরিবারকে অনুদান
- সিলেটে তদবির ছাড়া ১৩১ তরুণ-তরুণী পেলেন পুলিশের চাকরি
- সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, দু’জন আশঙ্কাজনক
- চলন্ত গাড়িতে কেমনে এলো বিষাক্ত সাপ!
