কালোবাজারিরা যাতে সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে
সিলেট সমাচার
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩

রোজায় কালোবাজারিরা যাতে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রমজান মাসে অনেকে পণ্যের দাম বাড়াতে চেষ্টা করেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। রমজান মাস হলো কৃচ্ছতা সাধনের সময়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন সরকারপ্রধান। এসময় তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান (এনডিসি)।
প্রধানমন্ত্রী বলেন, মসজিদে জুমার খুতবার সময় আপনারা (ইমাম) কালোবাজারি, মজুতদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে গর্হিত কাজ, এব্যাপারে মানুষকে আরো সচেতন করবেন।
নিম্নআয়ের মানুষের জন্য আমরা বিশেষ কার্ড করে দিয়েছি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বেশি দামে চাল ক্রয় করে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা তাদের দিচ্ছি। রমজান মাসকে সামনে রেখে আমরা আরও ১ কোটি মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়; চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্যমূল্যে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূলের কার্ড দিয়ে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি।
সরকারপ্রধান বলেন, আমরা চাই বাংলাদেশ যেভাবে অর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে এগিয়ে যাক। সেই সঙ্গে আমাদের ধর্মীয় শিক্ষা এবং ধর্ম পালন করা হউক সেজন্য এই মসজিদগুলো করে দিচ্ছি। ইসলাম সবসময় মানুষকে শিক্ষাগ্রহণ করতে বলেছে, সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে।
জনগণের কাছে দোয়া চেয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের কাজটা যেন আমরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা বিনামূল্যে সবাইকে ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কৃষিতে প্রচুর ভর্তুকি দিচ্ছি, আমরা শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। বিদেশে যারা কাজ করতে যায় তারা যাতে জমি বিক্রি না করে, ব্যাংক থেকে সহজ ঋণ নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। কেউ দালালের খপ্পরে পড়ে শেষে ভূমধ্যসাগরে ডুবে মরবে, সেটা আমরা চাই না।
তিনি বলেন, কোনো কোনো দেশে দেখি নারীদের শিক্ষা নিতে দেবে না। ইসলাম কিন্তু সেটা বলেনি। আমাদের সবাইকে শিক্ষাগ্রহণ করতে বলেছে। একমাত্র ধর্মই নারীদের সমান অধিকার নিশ্চিত করেছে। সেই কথাটা সবাইকে স্মরণ রাখা দরকার বলে আমি মনে করি।
শেখ হাসিনা বলেন, জীবন দেওয়ার মালিকও তিনি, নেওয়ার মালিকও তিনি। আমার বাবা, মা, ভাই, বোন সবাইকে হত্যা করা হয়েছে। বিদেশে ছিলাম বলে আমরা দুই বোন বেঁচে গেছি। ১৯৮১ সালে দেশে ফেরার পর কতবার আমি গুলির সামনে, কখনো বোমা পাতা, কখনো গ্রেনেড হামলা, নানাভাবে আমার ওপর আক্রমণ হয়েছে। আমি বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে রক্ষা করেছেন। কারণ আল্লাহ সবসময় মানুষকে কিছু সময় দেন। কিছু কাজ দেন। আমি সবসময় বিশ্বাস করি, সেই কাজগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি আমাকে রক্ষা করবেন। সেই বিশ্বাস নিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম, যে বাংলাদেশে আমার বাবা-মা, ভাইদের হত্যা করেছে, লাশ ফেলে রেখেছিল। কাফন-দাফনও করতে দেয়নি।
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার। যারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করে তাদের অন্য ধর্মের প্রতিও সহনশীল হতে হবে। আমাদের বাংলাদেশে আমরা চাই সব ধর্মের সমান অধিকার। যার যার ধর্ম সে সে পালন করবে। শেষ বিচার তো আল্লাহ করবেন, বিচারের ভার আল্লাহর।

- একটাকা বেশি রাখায় সিলেটে ১ হাজার টাকা জরিমানা
- নিত্যপণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে: পরিকল্পনামন্ত্রী
- সিলেটের মসজিদে মসজিদে তারাবির নামাজে মুসল্লির ঢল
- দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের
- ‘ব্যাটারদের কষ্ট হবে, তাই উদযাপন করি না’
- ১০ কেজি গাঁজাসহ আটক তরিকুল কারাগারে
- ফেনীতে ঘরে ঘরে ইফতার পৌঁছে দিল ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থা
- একদিনেই বেড়ে গেল সোনার দাম
- গরুচোর চক্রের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ
- স্বপ্নকে পুঁজি করে যেভাবে লিমনকে ফাঁদে ফেলে আরাভ খান
- ঘরে মিলল স্ত্রী-সন্তানের মরদেহ, গাছে ঝুলে ছিলেন স্বামী
- চট্টগ্রাম ও উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ হাজার কোটি ডলার
- বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি
- স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রচারে ডিসিদের চিঠি
- ১১ হাজার টাকা কমেছে হজের খরচ, বেড়েছে নিবন্ধনের সময়
- কূটনীতিকপাড়ায় ভোটের আলাপ জোরালো হচ্ছে
- জুনে স্পট মার্কেট থেকে কেনা হবে সর্বোচ্চ এলএনজি
- পাইপলাইনে ডিজেল ও আদানির বিদ্যুৎ আমদানি
- থার্ড টার্মিনালে বিশ্বমানের শাহজালাল
- ঠিকানা ছাড়া থাকবে না কেউ
- টক দেখলেই জিভে জল আসে কেন?
- বুদ্ধিমান পুরুষের খোঁজ করছেন এই তরুণী
- সাকিবের দুবাই কাণ্ড, যা বললেন পাপন
- মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমবে: ডিএনসিআরপি’র ডিজি
- আইরিশদের তুলোধুনো করে ১০ উইকেটে জিতল বাংলাদেশ
- হবিগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’
- এবার সিলেটের এবাদত ও তাসকিনের জোড়া আঘাত
- ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
- রমজান উপলক্ষে সিলেট পুলিশ কমিশনারের দিকনির্দেশনা
- প্যারাসিটামল খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?
- বিশ্বনাথে ‘আপন ঠিকানা’ পেল ৯ প্রতিবন্ধি পরিবার
- সাকিবের অভাব পূরণ করতে চান মিরাজ
- এই পাঁচ লক্ষণই প্রমাণ দেয় স্ত্রী আপনাকে কত ভালোবাসে
- বিশ্বনাথে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ
- ১ মিনিটে সবচেয়ে বেশি মুরগির পা খেয়ে রেকর্ড!
- যে কারণে গ্রেফতার হলেন মাহিয়া মাহি
- লালাবাজারে পিকআপের ধাক্কায় আহতদের একজনের মৃত্যু
- স্ত্রীর গলা কেটে শবে বরাতের নামাজ আদায় করেন সিরাজুল
- ১০ বছরে ৯ সন্তানের জননী মার্কিন নারী
- প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক !
- ছাগলের গর্ভে মহিষের বাচ্চা!
- সিলেটে একদিনে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু
- নীল ছবির জগতে উপার্জন কীভাবে? কত টাকা আয় হয়
- বারো বছরে কারিগরি শিক্ষা ১৭ শতাংশ উন্নীত হয়েছে: শিক্ষামন্ত্রী
- ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা
- দুবাইয়ে নিহত জসিমের পরিবারকে অনুদান
- সিলেটে তদবির ছাড়া ১৩১ তরুণ-তরুণী পেলেন পুলিশের চাকরি
- সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, দু’জন আশঙ্কাজনক
- চলন্ত গাড়িতে কেমনে এলো বিষাক্ত সাপ!
