• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৫৮

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে নতুন শর্ত

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

ইচ্ছেমতো পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে। ব্যাংকগুলোকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে। 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করার বৈধতা আছে। কেউ যেন নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলারের মোট ব্যয়সীমা অতিক্রম না করে, এজন্যই নতুন এই নির্দেশনা।

সার্কুলারে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ঐ পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছরে ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার