• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
২৪৪

বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। সরকার বিদেশি বিনিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক। বিদেশি বিনিয়োগে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। 

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ট্রেড এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান। বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

মন্ত্রী বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ভিত তেমন মজবুত নয়। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। দেশে এখন দক্ষ জনবল রয়েছে। এজন্য বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শুধু পোশাকের ওপর নির্ভরশীল না থেকে আমাদের বাণিজ্যের ক্ষেত্র আরো বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিরাও যেন এ ব্যাপারে ভূমিকা রাখেন। তারাও যেন বাংলাদেশে বিনিয়োগ করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার