ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৮

নিয়মের বেড়াজালে আটকে যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ব্যবসাবান্ধব ঋণ নীতিমালা করার দাবি ওঠেছে।

এ খাত সংশ্লিষ্ট বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, যখন তারা কোনো ব্যবসার জন্য ঋণের আবেদন করতে যান, তখন তাদের সামনে নানা আইন-কানুন চলে আসে। পাশাপাশি নানা ধরনের কাগজপত্র চাওয়া হয়, ফলে এসব আইনি জটিলতায় ঋণ পাওয়া হয় না। বাধ্য হয়ে উচ্চসুদে বিভিন্ন বেসরকারি এনজিও থেকে নিতে হয় ঋণ।


রোববার (২৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এসব কথা বলেন এ খাত বিশ্লেষকরা। এসময় তারা সহজ শর্তে ট্রেড লাইসেন্স দেওয়া, জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থার দাবি জানান।

‘সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও বিকল্প অর্থায়ন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, নারীদের বিশেষ করে গ্রামীণ নারীদের যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করেন তাদের ঋণ পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়। নানা আইনের কারণে তাদের ঋণ পেতে দেরি হয়। এরমধ্যে অন্যতম একটি বিষয় ঋণের জামানতদার।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারকেই তাদের ঋণের জামানতদার হওয়া উচিত। এজন্য বাংলাদেশ ব্যাংককে একসঙ্গে কাজ করতে হবে। এসব নিয়মের বেড়াজাল ভাঙতে হবে।

ট্রেড লাইসেন্সকে ভয়ানক উল্লেখ করে মন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স একটি ভয়ানক বিষয়। বছরের পর বছর লেগে যায় একটি ট্রেড লাইসেন্স পেতে। তার থেকে আরেকটি বড় সমস্যা লাইসেন্স নবায়ন, এসবের কারণে অনেকেই ব্যবসার ভালো পরিবেশ পাচ্ছে না।

সেমিনারে বক্তারা বলেন, আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দিতে হবে। এই খাত অপার সম্বাবনাময়ী খাত, তবে তার জন্য বিনিয়োগ করতে হবে।

তবে এই খাতে নারীদের বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন বক্তারা। এর পাশাপাশি ব্যাংকিং নীতিমালা প্রণয়নের দাবিও জানান।

সিলেট সমাচার
সিলেট সমাচার