• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৭৫

২৫ বছরে চার বিয়ে, বউ চলে যাওয়ায় নিলেন ঘটকের প্রাণ

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আলমাস নামে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আব্দুল জলিল। ৬৫ বছর বয়সী জলিল একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আলমাসের বাবার নাম শহিদুল। আলমাস একটি করাতকলে কাজ করেন।

নিহতের ভাগনে আব্দুল বাছেদ বলেন, এর আগেও তিনটি বিয়ে করেছিলেন আলমাস। কিন্তু একটিও টেকেনি। পরে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটাগ্রামে আলমাসকে বিয়ে করান আমার মামা। তাদের ঘরে একটি মেয়েরও জন্ম হয়। ২০২১ সালে চতুর্থ স্ত্রীও চলে যান। এ নিয়ে আমার মামা ঘটক আব্দুল জলিলের ওপর চাপা ক্ষোভ ছিল আলমাসের।

তিনি আরো বলেন, এদিন দুপুরে জোহরের নামাজ শেষে আলমাসের দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসেন আমার মামা। এ সময় ঘরে ঢুকে বউ এনে দেওয়ার কথা বলেন আলমাস। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মামার মাথায় ও গলায় এলোপাতাড়ি কোপ দিতে থাকেন তিনি। এতে ঘটনাস্থলেই আমার মামা মারা যান।

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার