`ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান`
সিলেট সমাচার
প্রকাশিত: ২৩ মে ২০২২

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সাড়া প্রদানের জন্য ‘মহামারি চুক্তি’তে পৌঁছার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭৫তম বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির উচ্চ পর্যায়ের অধিবেশনে রোববার সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘ভবিষ্যত মহামারিগুলো মেকাবিলার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সাড়া প্রদানের জন্য আমাদের অবশ্যই মহামারি চুক্তিতে পৌঁছাতে কাজ করতে হবে।’
সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৮ মে পর্যন্ত এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ মহামারি শুরুর পর এটিই প্রথম ইন-পারসন স্বাস্থ্য বিষয়ক সমাবেশ।
শেখ হাসিনা বলেন, লাখ লাখ মানুষকে টিকাদানের প্রচেষ্টার বাইরে রেখে তারা টেকসইভাবে পরিস্থিতি কাটিয়ে ওঠা নিশ্চিত করতে পারেনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ভ্যাকসিন উৎপাদন বাড়াতে প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান শেয়ার করা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি এখনো সারা বিশ্বে জীবন ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলছে। তিনি বলেন- বাংলাদেশে তার সরকার স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে মহামারির হুমকি মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ২৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাপেক্ষ ২৮টি উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির প্রায় ৬.৩ শতাংশ। আমরা প্রায় ৪০ মিলিয়ন ঝুঁকিপূর্ণ মানুষকে নগদ ও অন্যান্য সহায়তা দিয়েছি। আমরা আমাদের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছি।’
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবিরে মহামারি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমার সরকার আমাদের জাতীয় বাজেট থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য ১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।’
প্রধানমন্ত্রী কোভ্যাক্সের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন দান করার জন্য বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য অনুযায়ী জনসংখ্যার শতভাগেরও বেশি লোককে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে।তিনি বলেন, ‘আমরা আমাদের ফ্রন্টলাইন পরিষেবা প্রদানকারীদের নিবেদিত কাজের জন্য কৃতজ্ঞ।’
বাংলাদেশ ওষুধ, পিপিই ও স্বাস্থ্যসেবা কর্মীদের পাঠিয়ে প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, ভ্যাকসিনকে বিশ্বব্যাপী গণসামগ্রী হিসেবে বিবেচনা করা উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ব্যাধির চাপের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে।
অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগসহ চিকিৎসা গবেষণায় সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে। তিনি অভিমত ব্যক্ত করেন যে, ‘উন্নয়নশীল দেশগুলোতে অসংক্রামক রোগের বিস্তারের বিষয়ে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে।’
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, ক্যান্সার ও এবং ডায়াবেটিস রোগের বিষয়ে গবেষণা ও চিকিৎসার লাভের সুবিধার জন্য সবাইকে আরও বিনিয়োগ করতে হবে।
তিনি উল্লেখ করেন যে, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি সাড়া প্রদানের অংশ হিসেবে সমাধান করা উচিত। সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনা, ডুবে মারা যাওয়া এবং অন্যান্য জনস্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আন্তর্জাতিক সহায়তা চাই।’
প্রথাগত ওষুধের গবেষণা ও মান বজায় রাখার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ভারত সরকার এবং ডব্লিউএইচওকে ধন্যবাদ জানান।তিনি বলেন, বাংলাদেশ সব বয়সের মানুষের জন্য সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এসডিজি-৩ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘আমরা ১৮ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে আমাদের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা সেবা নিয়ে যেতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সক্রিয়ভাবে শিশু পুষ্টি নিয়ে কাজ করছে এবং ২০০৭ থেকে ২০১৯ সালের মধ্যে স্টান্টিং এবং অপচয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২২ সালের শেষ নাগাদ দক্ষ ধাত্রীদের দ্বারা ৬৫ শতাংশ প্রসব এবং ২০২২ সালের মধ্যে ৫০ শতাংশ প্রসবপূর্ব-সেবা নিশ্চিত করা।
বিশ্ব স্বাস্থ্য শাসনের ক্ষেত্রে ডব্লিউএইচও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই ডব্লিওএইচওকে টেকসই অর্থায়ন করতে হবে এবং একে বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় সহায়তা দিতে এটিকে সক্ষম করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য এবং কূটনীতির জন্য আমাদের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তার ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কেনিয়া, বতসোয়ানা, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টরা, ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এ সময় বক্তব্য দেন।

- বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
- `বাংলাদেশের বিশাল অর্জন পদ্মা সেতু`
- বন্যার্তদের পাশে থাকতে পদ্মাসেতুর উদ্বোধনীতে যাননি এমপি মানিক
- ‘পদ্মা সেতু গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে’
- আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পদ্মা সেতুর খবর
- রাজধানীর ৭শ কেন্দ্রে কলেরার টিকা উদ্বোধন রবিবার
- পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রমাণ: জাইকা
- মাধবপুরে নৌকা উল্টে শিশুর মৃত্যু
- তেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্য সচিব
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন হচ্ছে’
- আলিয়া এখন আমার জীবনে ডাল-ভাত: রণবীর
- শেখ হাসিনাকে হত্যা চেষ্টা: ফাঁসির আসামি পিন্টু আটক
- লাখাইয়ে বানের পানিতে ভেসে গেল পৌনে চার কোটি টাকার মাছ
- সেভেরোদোনেৎস্ক দখলের পর কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া
- পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র: কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি কাল
- সুনামগঞ্জে জেসিএক্সের ত্রাণ বিতরণ
- বানভাসিদের জন্য তাসরিফের সংগ্রহ প্রায় ২ কোটি টাকা
- পদ্মা সেতু নিয়ে যা বললেন জায়েদ খান ও নিপুণ
- বাড়ি বরিশাল, পদ্মা সেতু আমার লাগবে: ওমর সানী
- এখনও বিপৎসীমার উপরে কুশিয়ারার পানি
- সিলেটে বন্যাদুর্গত ২০ লাখ মানুষ
- পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র: জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট
- সিলেটে বন্যা: বাসাবাড়ি থেকে নামছে পানি, আশ্রয়কেন্দ্র ছাড়ছেন মানুষ
- তিন অসুখ দূর হতে পারে শুধু আমের জোরেই
- করোনায় আক্রান্ত রোহিত শর্মা
- বার্নলির নতুন কোচ কোম্পানি
- দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবির নতুন উদ্যোগ
- পদ্মা সেতুতে যানবাহনের দীর্ঘ সারি
- যে মসজিদে ৭০ জন নবী নামাজ আদায় করেছেন
- হজ পালনে সৌদিতে ৩৮৮৮৯ বাংলাদেশি
- ফেসবুক পোস্টে যা লিখলেন চিত্রনায়িকা মৌসুমী
- শাবানা সম্পর্কে এসব তথ্য অনেকেরই অজানা
- জায়েদ খান ডিস্টার্ব করেন, বললেন মৌসুমীর ছেলে
- মৌলভীবাজারে দেখা মিললো কালনাগিনীর
- ৬৫ লাখ টাকা করে অনুদান পেলেন শাকিব-অপু
- জায়েদের প্রশংসায় মৌসুমী, যা বললেন ওমর সানী
- মৌসুমীর বাচ্চা হওয়ার তথ্যটি ভুয়া: ওমর সানি
- বাবা দিবসে অভিষেকের মেয়ের আবেগঘন চিঠি
- বগুড়ায় কার সঙ্গে বুবলী!
- কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন, প্রশ্ন ওমর সানীর
- ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল
- রহস্যময় যে গ্রামের কেউই পরে না জুতা
- প্রথমবারের মতো পর্দায় ভিন্নভাবে হাজির হচ্ছেন মিথিলা
- ব্যাটসম্যানদের লজ্জার রেকর্ডের পর যা বললেন সাকিব
- পুরুষ সেজে চাচিকে নিয়ে পালালো তরুণী, প্রেম ও বিয়ের পর হইচই
- আড়াল করে নিজেকে নিয়ে আছি: মৌসুমী
- ‘তালাশ’ সবার ভালোবাসার সিনেমা: বুবলী
- জুনের শেষে কলকাতার প্রেক্ষাগৃহ মিথিলা ও জয়ার দখলে
- আর্জেন্টিনাকে ঘরের মাঠে আমন্ত্রণ জানাল ব্রাজিল
- ৪০ পেরিয়েও এখনো পুরুষের ঘুম কাড়ছেন বলিউডের যে ৫ নায়িকা!
