• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৪৩২

ওরা পেল র‌্যাবের ঈদ উপহার

সিলেট সমাচার

প্রকাশিত: ১ মে ২০২২  

সুন্দরবনের আত্মসমর্পণ করা ২৭টি বাহিনীর ২৮৪ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় শনিবার বেলা ১১টায় তাদেরকে এই উপহার সামগ্রী বিতরণ করে র‌্যাব-৮।


উপহারের মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উপহার বিতরণ করেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণ করা দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ দস্যুদের বিরুদ্ধে করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ছাড়া অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সমাচার
সিলেট সমাচার