ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৭

টিকা নিতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিকা নিতে আসা শিক্ষার্থীদের ওপর বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত এ হামলা চালায়।


জানা গেছে, সারা দেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আলহাজ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেওয়া হয়।

এর আগে, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়ায়। এ সময় লাইনে দাঁড়ানো ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্ত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮)। এতে অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। পরে ওই দুজন ফোনে অন্যান্য বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীর ওপর হামলা করে। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পাঁচ জন শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। ঘটনাস্থলে দুই জন আহত শিক্ষার্থীকে পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘শাকিবের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। এই বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এখনও কোনও অভিযোগ দেয়নি।’

বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির সিদ্দিকী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, ‘টিকা দেওয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ‘টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সঙ্গে ঘটনা ঘটেছে কি-না সেটা জানা নেই।’

সিলেট সমাচার
সিলেট সমাচার