• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৩

হজ ফ্লাইটের আগেই দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

একসঙ্গে হজ পালনে যাওয়ার সব কাজ শেষ, ১৫ জুন তাদের ফ্লাইট। এরই মধ্যে বাসের ধাক্কায় মারা গেলেন স্বামী।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী।

রোববার (২৮ মে) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৫৫) নিহত এবং তার স্ত্রী হালিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল হামিদ আন্দিউড়া গ্রামের বাসিন্দা, আহত হালিমা খাতুন আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে মাধবপুর উপজেলা শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন। বাকশাইর রাস্তার মোড়ে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাধবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, হালিমা খাতুন ও তার স্বামী এবার হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। আগামী ১৫ জুন তাদের ফ্লাইটের নির্দিষ্ট তারিখ ছিল। রোববার শিক্ষা অফিসে এসে সবার দোয়া নিয়ে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

সিলেট সমাচার
সিলেট সমাচার