• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১২

ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

হবিগঞ্জের বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির (৪৮) ওপর হামলার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের সকল ব্যবসায়ী তাদের নিজনিজ দোকানপাট এক ঘণ্টা বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তাগণ ব্যবসায়ী নেতা মতিউর রহমান মতির উপর হামলাকারী জাহাঙ্গীরকে (৩০) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

হামলাকারী জাহাঙ্গীর উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ মহল্লার হাবিবুর রহমান হাসিদ উল্লাহর পুত্র।

ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহসভাপতি মো. সাবাজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মস্তুফা মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা মোশাহিদ মিয়া, হাফেজ আব্দুল মুকিত, রবিউল আলম রবি ও জুয়েল খানসহ নেতৃবৃন্দ।

বিষয়টি নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার সাথে কথা হলে তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে বাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি শেষ না হওয়ার আগ পর্যন্ত তোর দোকান তালাবন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তাদের সাথে কথা বলে সৃষ্ট বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, গত ২১ মে গ্যানিংগঞ্জ বাজারে জাহাঙ্গীরের হাতে লাঞ্ছিত হন হবিগঞ্জ শরীফ স্টোরের সেলসম্যান রাকিব হাসান। এ বিষয়টি ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মতিউর রহমান মতি নিষ্পত্তি করে দেন। নিষ্পত্তির বিষয়টি জাহাঙ্গীরের পক্ষে না যাওয়ায় বাড়ি থেকে বাজারে আসার পথে পথিমধ্যে মতিউর রহমান মতির উপর হামলা চালায় জাহাঙ্গীর।

সিলেট সমাচার
সিলেট সমাচার