ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০১

মেট্রোপলিটন ইউনিভার্সিটি চাকুরীদাতা তৈরী করতে চায়ঃ ভিসি জহিরুল হক

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

“সনদসর্বস্ব শিক্ষা শিক্ষার্থীদের ভাগ্যোন্নয়নে যেমন কোনো কাজে লাগে না; তেমনি এসব ডিগ্রী নিয়ে শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে কোনো অবদান রাখতে পারেন না। বাংলাদেশের শিক্ষার হার ও উচ্চ ডিগ্রীধারীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুনগত মানের প্রত্যাশিত অর্জন এখনও হয়নি। সেজন্য দেশে ডিগ্রীধারী বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে উচ্চ শিক্ষায় তত্ত্ব ও সেই অর্জিত শিক্ষার সাথে বাস্তবতার ব্যাপক ফারাক বিদ্যমান।
 

একজন শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহনের পাশাপাশি সমাজ, দেশ ও বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য পাঠক্রমকে ঢেলে সাজাতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। সেজন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের চাকুরী প্রার্থী নয়; চাকুরী দাতা হিসেবে গড়ে তুলতে চায়। সেজন্য আমরা আউটকাম বেইজড কারিক্যুলাম বাস্তবায়ন করেছি। আমাদের প্রতিটি প্রোগ্রামের লক্ষ্যে এসডিজির সাথে সমন্বিত করা হয়েছে। এখানে তাত্ত্বিক জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান যাতে বাস্তবে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা আন্তরিক। সেজন্যই আমাদের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ দেশে বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানসমূহের গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি অনেকেই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। হাল্ট প্রাইজে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করেছেন। এখানকার অনেকেই শিক্ষার পাশাপাশি অর্থ উপার্জন করছেন। ফ্রি ল্যান্সিং এর মাধ্যমে লেখাপড়ার শেষ করার পূর্বেই অনেকে মাসে লাখ টাকা উপার্জন করছেন। এটা আমাদের জন্য গর্বের। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ঠ উদ্যোক্তা ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীসহ ট্রাস্টি বোর্ড এবং দক্ষ ও সুনামধন্য শিক্ষকদের সহায়তায় আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে যাচ্চি।“ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‘বিজনেস ইনোভেশন এন্ড টেকনোলজি’ শীর্ষক দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে প্রফেসর এম হাবিবুর রহমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও হাল্ট প্রাইজ এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও হাল্টপ্রাইজের এডভাইজার মোঃ ইমরান উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন টেকনেক্সট লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক রুবেল ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্লানিং ডাইরেক্টর মোঃ মুসা সৈয়দ।
 
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাবিনা বেগমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী মোঃ মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন,  অর্থনীতি বিভাগের লেকচারার আশিকুর রহমান, প্রমূখ। এ কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার