• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৯৬

বঙ্গবন্ধু সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্ব সভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্ব সভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। স্বরসতি পূজা উপলক্ষ্যে তিনি দেশের সকল সনাতম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার দেখা পথে চলছেন সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।

তিনি বৃহস্পতিবার (২৬ জানুয়রি) রাতে নগরীর মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, জামতলা, মনিপুরী রাজবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শকালে উপরোক্ত কথাগুলো বলেন।

পূজা মন্ডপ পরিদর্শকালে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আ ব্দুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার