• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৭০

দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর শরিফ মিয়া।

সাব ইন্সপেক্টর শরীফ মিয়া বক্তব্যে বলেন, প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক সাড়া জাগানো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। 

পুলিশ ইচ্ছা করলেই জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জুয়া ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজের সকল অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। 

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সমাজ সেবক জয়নাল আবেদীন, আজমান খান, সুফি মিয়াসহ এলাকার সর্বস্তরের লোকজন।

সিলেট সমাচার
সিলেট সমাচার