• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৫৮

শান্তিগঞ্জে বানের পানিতে ভেসে গেছে ৬৩ কোটি টাকার মাছ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার পানিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১ হাজার ৩৬৮টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬৩ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (২৬ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার ৩৬৮টি পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত পুকুরের আয়তন ১৬৬ হেক্টর। বন্যার পানিতে ১ হাজার ১৬২ মেট্রিক টন মাছ ও ৫ কোটি ৫০ লাখ মাছের পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মূল্য ২৯ কোটি ৫ লাখ টাকা, পোনার মূল্য ২৭ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন পুকুরের অবকাঠামোগত ক্ষতির পরিমান ৬ কোটি ৮৪ লাখ টাকা।

কথা হলে বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক মৎস্য চাষিরা জানান, দ্বিতীয় দফা বন্যায় পুকুরের সকল মাছ ভেসে যাওয়ায় অনেকেই এখন পথের ভিখারী। চাষিদের মধ্যে অনেকেই ধার-দেনা বা এনজিওদের কাছ থেকে ঋণ গ্রহন করে পুকুরে মাছ চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যার পানিতে সব তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই সব মৎস্য চাষিরা।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বলেন, বন্যায় শান্তিগঞ্জ উপজেলায় মৎস্যখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। খামারিদের ক্ষয়ক্ষতির চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সংক্রান্ত কোনো বরাদ্দ এলে খামারিদের সহায়তা করা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার