ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৮

উৎপাদন কমেছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

দেশে উৎপাদন হওয়া মোট গ্যাসের সিংহভাগ সরবরাহ হয় হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে। কিন্তু গত এক বছরে ক্ষেত্রটির উৎপাদন দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট কমে  আসায় নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার যেখানে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়িয়ে সংকট মোকাবেলা করতে চাইছে সেখানে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের এই উৎপাদন ঘাটতি চোখে লেগেছে জ্বালানি বিভাগের।

বিবিয়ানার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনের সঙ্গে এক বিষয়ে জ্বালানি বিভাগ আগামী ৪ জুলাই বৈঠক করবে।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, আগামী ৪ জুলাই বিবিয়ানা গ্যাসক্ষেত্রের দায়িত্বে থাকা শেভরনের সঙ্গে জ্বালানি বিভাগ বৈঠক করবে। ওই বৈঠকে শেভরনের হাতে থাকা তিন গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে। জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোবাংলা এবং শেভরনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর ১ জুন বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন ছিল ১৩৫১ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট। চলতি বছর ১ জুন তা কমে দাঁড়িয়েছে ১২৫৭ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ ৯৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) শেভরন বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ১২২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে। গত বছর এই দিনে গ্যাস তুলেছিল ১৩২৭ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এক বছর আগে ৯৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বেশি উত্তোলন করা হয়েছিলো। 

বর্তমানে দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে মোট ২৩৭১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এরমধ্যে এককভাবে বিবিয়ানা থেকে সরবরাহ করা গ্যাসের পরিমাণ প্রায় অর্ধেক। বৃহস্পতিবার বিবিয়ানা থেকে সরবরাহ করা হয়েছে ১২২৯ মিলিয়ন ঘনফুট।

সঙ্গত কারণে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উৎপাদন ঠিক রাখার বিষয়ে জ্বালানি বিভাগের বিশেষ নজর থাকে। কিন্তু বিবিয়ানার গ্যাস অফুরন্ত নয় উল্লেখ করে সতর্ক হওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল। যদিও তা সংশ্লিষ্টরা আমলে নেয়নি।

শেভরনের অন্য ক্ষেত্রগুলোর মধ্যে জালালাবাদ থেকে দৈনিক ১৮৮ মিলিয়ন ঘনফুট এবং মৌলভীবাজার থেকে দৈনিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।

সম্প্রতি সরকারের উচ্চ পর্যায় থেকে খোলাবাজারের (স্পট মার্কেট) এলএনজি আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশের মধ্যে থেকে গ্যাসের উৎপাদন বাড়িয়ে এই সংকট মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে সব চাইতে বেশি গ্যাস উৎপাদন করে আসা শেভরনের এই চিত্র সকলকে হতাশ করেছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, গ্যাসক্ষেত্রগুলো ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কেন উৎপাদন কমছে, কী করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং টেকসই উন্নয়ন সম্ভব- বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার