• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৬৭

মাধবপুরে টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২  

সরকারি প্রচেষ্টায় দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী প্রতিটা শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। এই টিকা কর্মসূচি শুরু হযেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলাতেও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইন ধরে টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা।

চলমান এই টিকাদান কার্যক্রমকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শিক্ষার্থীদের ভিড়। কিন্তু নেই কোনো স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি ভিড় করছেন তাদের অভিভাবকও।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে ভিড় দেখা যায়।

ভোগান্তির শিকার হওয়া শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে গত দুই মাস হল নিবন্ধন করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এসএমএস আসে। সে অনুযায়ী সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে আসেন টিকা নিতে। কিন্তু দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও টিকার জন্য অপেক্ষা করতে হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা জানান, টিকা গ্রহণ করতে আসা ছাত্র ছাত্রীদের তুলনামূলক ভাবে বেশি আসায় তাদের অনেকেই মাক্স ছাড়া এসেছে। আমরা আমাদের জনবল সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ছাত্রছাত্রীদের টিকা প্রদান করে যাচ্ছি।

সিলেট সমাচার
সিলেট সমাচার