ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭০

বড়লেখায় ১৫ জনের ‘নৌকার স্বপ্ন ভঙ্গ’!

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন ৫৩ জন।

তাদের মধ্যে ১০ ইউনিয়ন থেকে বেছে মনোনয়নপ্রত্যাশী ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। এতে বাদ পড়েছেন ১৫ জন। ফলে নৌকা প্রতীক নিয়ে তাদের নির্বাচন করার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। অবশ্য এই ১৫ জনের মধ্যে থেকে কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে এক নারীসহ ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ছাড়াও বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ স¤পাদকসহ দলীয় বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী ৫৩ জনের নাম পর্যালোচনা করে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে। তারা হলেন; উপজেলার বর্ণি ইউনিয়নে আব্দুল মুহিত, জুবের আহমদ, শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আশিক উদ্দিন, ফয়ছল আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, সুনাম উদ্দিন, এখলাছুর রহমান, মো. নাজমুল আবেদীন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল ও সামছুল হক। অন্যদিকে যারা বাদ পড়েছেন তারা হলেন; দাসেরবাজার ইউনিয়নে নিজাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস।

নামপ্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন চেয়ে ৫৩ জন আবেদন করেন। তাদের নাম পর্যালোচনা করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে বলে জেনেছি। তাদের মধ্য থেকে ১০ ইউনিয়নে ১০ জনকে মনোনয়ন দেবে কেন্দ্র।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

সিলেট সমাচার
সিলেট সমাচার