সাড়ে চার কোটি টাকা ফেরত দিলেন ছাত্রলীগ নেতা
সিলেট সমাচার
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০

ছাত্রলীগ নেতাদের নীতি-নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এরই মাঝে সরকারি প্রকল্পের প্রায় সাড়ে চার কোটি টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের এক সাবেক ছাত্রলীগ নেতা। তাঁর নাম মো. আবু তৈয়ব। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
সচরাচর সরকারি প্রকল্পে ব্যয় বাড়নোর প্রবণতা লক্ষ করা যায়। আবার ঠিকাদার কিংবা তাঁদের প্রতিষ্ঠানের লোকজন কাজ কম করে টাকা ভাগিয়ে নেওয়ার কথাও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশ পায়। কিন্তু প্রকল্পের বরাদ্দকৃত টাকার মধ্যে মানসম্মত কাজ করে আবার উদ্বৃত্ত মোটা অংকের টাকা সরকারকে ফেরত দেওয়ার নজির হয়তো খুঁজেই পাওয়া যায় না। তবে এমন নজির স্থাপন করেছেন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু তৈয়ব।
নগরের বায়েজিদে সেনানিবাসের পাশে ‘বায়েজিদ সবুজ উদ্যান’ নামে একটি পার্ক গড়ে তুলেছে গণপূর্ত বিভাগ। প্রকল্পের বরাদ্দ ছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২০১৭ সালের এপ্রিলে কাজটি পান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের ঠিকাদারি প্রতিষ্ঠান। মানসস্মতভাবে ৮ কোটি ৩০ লাখ টাকায় কাজ শেষ করে বাকি ৪ কোটি ৪৪ লাখ টাকা গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দিয়েছেন আবু তৈয়ব।
কাজ শেষে গত মঙ্গলবার পার্কটি উদ্বোধন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সব ঠিকাদাররা খারাপ না। ভালো ঠিকাদারও রয়েছে গণপূর্তে। এর প্রমাণ হচ্ছে আবু তৈয়ব। বায়েজিদ উদ্যান নির্মাণ শেষে চার কোটির বেশি টাকা ফেরত দিয়েছে সে।’
এর পর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। ছাত্রলীগের চলমান কর্মকাণ্ডের মধ্যে আবু তৈয়বের এই কাজ প্রশংসার দাবি রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে আবু তৈয়ব বলেন, ‘আমি মানসস্মতভাবে কাজ করে পার্কটি তৈরি করেছি। আমার যত টাকা খরচ হয়েছে বা যত লাভ করা উচিত তা করে বাকি টাকা ফেরত দিয়েছি। কেন আমি রাষ্ট্রের টাকা অপচয় করব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা গড়ে তুলতে চান সেখানে আমাদেরকেও অংশীদার হতে হবে।’ এ জন্য যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাবেক ছাত্রনেতা আবু তৈয়বের প্রশংসা করে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি বলেন, ‘এ ধরনের কাজ প্রশংসার দাবিদার এবং একটি দৃষ্টান্তও বটে। নতুন যারা ছাত্রলীগ করবে বা ব্যবসা-বাণিজ্য করবে তাদের কাছে এটি অনুপ্রেরণা। তাঁকে অনুসরণ করা উচিত।’
তিনি আরো বলেন, ‘মূলত দুঃসময়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে দলের প্রতি বিশেষ আনুগত্য ও ভালোবাসা থাকে। ফলে দলের দুর্নাম হয় এমন কোনো কাজ তারা করে না।’
ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটের সদস্যদেরকে তৈয়বকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
গণপূর্ত বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্পের টাকা বাঁচিয়ে ঠিকাদার আবু তৈয়ব গণপূর্ত বিভাগে দৃষ্টান্ত স্থাপন করলেন। এমন ঘটনা সচরাচর হয় না।
উল্লেখ্য, দুই একর জমিতে গড়ে ওঠা বায়েজিদ সবুজ উদ্যানে ৪১ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। রয়েছে বসার বেঞ্চ, হাঁটার পথ, শিশুদের রকমারি খেলনা ও আলোকসজ্জিত পানির ফোয়ারা।
পুরো উদ্যানে দুটি ফটক রয়েছে। বসার বেঞ্চ আছে একক ৩৯টি, দ্বৈত ৭টি। ৬০ ফুট ব্যাসের জলাধারের দুই পাশে উন্মুক্ত গ্যালারি রাখা হয়েছে। জলাধারে পানি রাখা হবে ৩ থেকে সাড়ে ৩ ফুট। পার্কে আসা লোকজনের জন্য নারী-পুরুষের আলাদা শৌচাগারের ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরায় মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বাগানে সবুজ ঘাসে ও গাছে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর জন্য রয়েছে ৬০টি স্প্রিঙ্কলার। পুরো উদ্যানে ১০৮টি কম্পাউন্ড লাইট, ১৬টি গার্ডেন লাইট ও ৫৫টি ফাউন্টেন লাইট রয়েছে। ব্যস্ত এই নগরে অট্টালিকার ভিড়ে এ যেন এক নৈসর্গিক আয়োজন!

- বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে `বিরল কীর্তি` সাকিবের
- যুক্তরাজ্যে সেরা ব্যবসায়ী সিলেটের হারুন
- অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে: ইমরান
- সিলেট ‘নেক্সাস-২০২১’ এর মোড়ক উন্মোচন
- নববধূকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, সিলেটে তোলপাড়
- প্রবাসী পরিচয়ে শতাধিক তরুণীর সঙ্গে প্রতারণা, মধ্যরাতে গ্রেফতার
- অনিন্দিতা ভুয়া ঋণে তুলে নেন ১৬৮ কোটি টাকা
- আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি
- করোনাকালে ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা
- ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল: প্রধানমন্ত্রী
- আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত: প্রধানমন্ত্রী
- স্ত্রীকে দেখানোর কথা বলে স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারক
- একসঙ্গে জন্ম নিলো তিন শিশু, মায়ের সঙ্গে ফিরল বাড়ি
- এক জালেই উঠল ৬ লাখ টাকার মাছ
- ভ্যাকসিন কূটনীতিতে ভারতের কাছে কোণঠাসা চীন
- একটি বাড়ি বেঁচে থাকার আশা জাগিয়েছে বেলুকার
- তালিকায় নাম এলে সবার আগে আমি টিকা নেব : ডা. জাফরুল্লাহ
- ২০৪১ সালের আগেই দেশ হবে ‘সোনার বাংলা’ : তথ্যমন্ত্রী
- অবশেষে করোনা পজিটিভ জিদান
- ‘কাজে মন না বসলে’ ইসলামের আলোকে করণীয়
- চারশ বছরের পুরোনো ইবাদতখানা
- সিরিজ জয়ী টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
- শাকিবের নায়িকা ভারতের দর্শনা
- ৭৬৯ দিন পর ম্যাচসেরার স্বীকৃতি মিরাজের
- মুখে ও মাথার ত্বকে ব্রণ হওয়ার কারণ
- পূর্ণিমা ফিরছেন নতুন রূপে
- শীতের দিনে তৈরি করুন নকশি পাকন পিঠা
- ২২০ টাকায় ল্যাপটপ না দিয়ে ৪৬ হাজার জরিমানা দিল অ্যামাজন
- এবারও মুক্তি পাচ্ছে না ‘নো টাইম টু ডাই’
- আমি নয়া ছিলেটি, আবাদী নায়: মাহী
- যৌনকর্মী থেকে বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা!
- স্ত্রীর পরকীয়ায় স্বামীর সহযোগিতা
- খোলামেলা দৃশ্যে মম! সমালোচনার ঝড়
- আবারও পরীমনির রগরগে ছবি ভাইরাল
- প্রেমের সমস্যা সমাধান করতে গিয়ে কবিরাজের কাছে ধর্ষণের শিকার
- জিম লুকে নুসরাতের হট ফটোশ্যুট
- পাড়ার বৌদিকে রাতে একা পেয়ে যা করলো এক যুবক!
- হট প্যান্ট পরে শীর্ষাসন, দারুণ ভাইরাল নায়িকার ভিডিও
- আবেদনময়ী দৃশ্যের মাহি
- পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক, সহজ-সরল
- প্রত্যক্ষদর্শী ছাত্রের বর্ণনা, শফীর মৃত্যু নিয়ে কী ঘটেছিল?
- বিশ্বের ‘সবচেয়ে’ সুন্দরী নারী শেলবিয়া (ভিডিও)
- আহমদ শফী হত্যা: নেপথ্যে হেফাজত নেতা বাবুনগরী-মামুনুল হক
- চুমু দৃশ্যের বিষয়টি ভেবে দেখবেন দর্শনা
- চার হাত-চার পা নিয়ে শিশুর জন্ম
- ধর্ষণ শেষে চাচাতো ভাইকে জাপটে ধরে চিৎকার দিলো কিশোরী
- হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ
- মেয়েকে বিয়ে করে শাশুড়ির সঙ্গেও শারীরিক সম্পর্ক
- ‘মোহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি
- জামায়াত-শিবির আর জঙ্গিতে পূর্ণ হেফাজতের কমিটি
