ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১৬

রোনালদোর দাম ৩০০ মিলিয়ন?

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

নেইমার এ মৌসুমে কোথায় খেলবেন? পিএসজিতেই থাকবেন নাকি বার্সেলোনাতে যাবেন। ফ্লোরেন্তিনো পেরেজের অনেক দিনের স্বপ্ন পূরণ করে রিয়াল মাদ্রিদেও যেতে পারেন। আবার সবাইকে চমকে দিয়ে জুভেন্টাসে যাওয়ার ইঙ্গিতও মিলছে। যেখানেই যান না কেন, তাঁর বদলের অঙ্কটা সব মিলিয়ে ২০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি থাকবে। তবু ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ানো সম্ভব হবে না তাঁর পক্ষে।


কারণ, ক্রিস্টিয়ানো রোনালদোর ধারণা, এই যুগে তাঁকে কিনতে চাইলে দলগুলোকে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করে দলবদলের বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে পিএসজি, তারপর তরুণ রোনালদোর জন্য এমন অর্থই খরচ করা যুক্তিযুক্ত বলে মনে করেন পর্তুগিজ তারকা।

২০০৯ সালে দল বদলের বিশ্ব রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে রিয়ালে গিয়েছিলেন রোনালদো। গত মৌসুমেই সে অঙ্ককে ছাড়িয়েছেন। জুভেন্টাসের কাছে শর্তসাপেক্ষে ১১৭ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছেড়ে দিয়েছে। কিন্তু পরিস্থিতি যদি ভিন্ন হতো রোনালদোকে এত সহজে পেত না জুভেন্টাস। পর্তুগিজ টিভিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারেই সেটা পরিষ্কার করে বলেছেন রোনালদো।

বর্তমান বাজারে রোনালদোকে নিজের মূল্য জিজ্ঞেস করা হয়েছিল। যে উত্তর দিয়েছেন রোনালদো, তাতে পরিষ্কার, এ নিয়ে বেশ ভালোই ভেবেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার, ‘বর্তমানের ফুটবলের ওপর ভিত্তি করে? কাজটা বেশ কঠিন। এখন প্রতিশ্রুতির ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়। ফুটবলই অনেক বদলে গেছে। আমি জোয়াও ফেলিক্সের দলবদলটা এক পাশে রাখতে চাই (এ মৌসুমে ১৯ বছর বয়সী উইঙ্গারকে ১২৬ মিলিয়নে দলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ)। ইদানীং যেকোনো খেলোয়াড়ের দামই ১০০ মিলিয়ন, এমনকি যে কিছুই করেনি। ফুটবলে এখন অনেক অর্থ।’

নিজের বাজারমূল্য ঠিক করতে সম্প্রতি হয়ে যাওয়া বেশ কিছু দলবদলের উদাহরণ টেনেছেন রোনালদো, ‘একজন গোলরক্ষক, সেন্টার ব্যাকের দাম এখন ৭০ বা ৮০ মিলিয়ন ইউরো, যা আমি মানতেই পারি না। কিন্তু এমন এক বিশ্বেই আমরা এখন বাস করছি, বাজারটাই এমন এবং সেটাকে সম্মান করতেই হবে। এমন কোনো খেলোয়াড় আছে, যার আমার চেয়ে বেশি রেকর্ড? আমার তো মনে হয় না বেশি রেকর্ড করা কেউ আছে। একজন গোলরক্ষকের দাম যদি ৭৫ মিলিয়ন ইউরো হয়, তাহলে ২৫ বছরের আমি যে গত কয়েক বছরে যা করেছি, তাতে আমার দাম তো তিন বা চার গুণ হওয়া উচিত। তবে এখন আর এসব নিয়ে আগ্রহ নেই।’

২০১৭ সালে ২২২ মিলিয়নে বিক্রি হওয়া নেইমার পিএসজিতে গিয়ে কাঙ্ক্ষিত কোনো সাফল্যই পাননি। ব্যালন ডি’অরের শীর্ষ দশ থেকে টানা দ্বিতীয়বারের মতো বাদ পড়েছেন। তবু তাঁকে দলে পাওয়ার জন্য আবারও লড়াইয়ে নেমেছে দলগুলো। সেটাও বেশ আগের দলবদলের কাছাকাছি মূল্যেই। নেইমারের ক্যারিয়ারের অর্জনের সঙ্গে তুলনা টানলে অবশ্য রোনালদোর নিজের বেঁধে দেওয়া অঙ্কটাও কম মনে হতে পারে।

সিলেট সমাচার
সিলেট সমাচার